ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যা৷ সোমবার দুপুরে ঘটে ঘটনাটি গিরিশ পার্ক মেট্রো স্টেশনে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কবি সুভাষগামী একটি রেক প্ল্যাটফর্মে ঢুকতেই ঝাঁপ দেন এক মহিলা৷ ঘটনাস্থলেই মারা যান তিনি৷ পরে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে৷ এই ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা৷ দীর্ঘক্ষণ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে বন্ধ রাখা হয় মেট্রো চলাচল৷ তবে দুপুর ১টা ৪০ মিনিটের পর স্বাভাবিক হয় পরিষেবা৷
এখনও পর্যন্ত ওই মহিলার নাম ও পরিচয় জানা যায়নি৷ কেন তিনি আত্মহত্যা করলেন তা তদন্তের পরই স্পষ্ট হবে৷ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে গিরিশ পার্ক থানার পুলিস৷ মেট্রো যাত্রীদের বয়ান অনুযায়ী, কবি সুভাষগামী একটি মেট্রো দুপুর ১২টা ৪০ মিনিটে গিরিশ পার্ক স্টেশনে ঢোকে৷
আরও পড়ুনঃ কালি বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি
তখন রেকটির ভালোই গতি ছিল৷ আচমকাই রেকের সামনে ঝাঁপ দেন এক মহিলা৷ ওই ঘটনায় স্তম্ভিত হয়ে যান মেট্রোর যাত্রীরা৷ তবে মেট্রো চলাচল সাময়িক বন্ধ থাকায় অসুবিধায় পড়েন তাঁরা৷