কলকাতা টুডে ব্যুরো:এবার নাম না করে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ডাকাত’ বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়েছে। জবাবে শুভেন্দু বলেন, ‘যার কাছে নালিশ জানিয়েছে, তিনিই তো কয়লায় গোরুতে টাকা তোলেন। তিনি এখন মদ থেকে টাকা তোলান, ডিয়ার লটারি থেকে টাকা তোলেন’।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ঘাটতি
শুভেন্দু বলেন, ‘পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে এই মদ। আর ডিয়ার লটারি। রাজ্য লটারি বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে এমন কোনও জায়গা পাবেন না যেখানে ছোট টেবিল নিয়ে বসে লটারি বিক্রি হচ্ছে না। ইতিমধ্যে ৫ – ৬ জন আত্মঘাতী হয়েছেন। ডাকাতের কাছে চোরেরা অভিযোগ করে কী করবে’?