কলকাতা টুডে ব্যুরো:মঙ্গলবার কয়লা পাচার কাণ্ডে চার্জশিট দিল CBI। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা দিল দিল সিবিআই। এই চার্জশিটে মোট ৪১ জনের নাম রয়েছে। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সোমবারই Binay Misra এবং লালার তিন সহযোগীর নামে বিশেষ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আসানসোলের বিশেষ CBI আদালত। মঙ্গলবার জমা পড়ল চার্জশিট।
এছাড়াও চার্জশিটে উল্লেখ রয়েছে পনেরো জন অবৈধভাবে কয়লা খননকারী মাফিয়ার নাম। উল্লেখ্য, অনুপ মাজি ওরফে লালার কাছে সুপ্রিম কোর্টের বিশেষ রক্ষাকবচে রয়েছে। যার সৌজন্যে তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না। এ দিকে, Binay Misra আপাতত পলাতক। তাঁর ভাই বিকাশ মিশ্র রয়েছেন জেলে। এছাড়াও জয়দেব, গুরুপদ,নিরোদ ও নারায়ণ সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
সোমবার কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্র-সহ চারজনের নামে ‘ওপেন এনডেড ননবেলেব্যাল ওয়ারেন্ট’ জারি করা হয়। বিনয় মিশ্রের পাশাপাশি রত্নেশ্বর ভার্মা, নীরজ সিং ও অমিত সিংয়ের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ, এর মধ্যে রত্নেশ্বর মূলত ইসিএল আধিকারিকদের সঙ্গে সংযোগ করতেন। এবং টাকা পাচারের কাজ চালিয়ে যেতেন। অভিযোগ, এই চারজনই কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত Anup Majhi ওরফে লালার সঙ্গী। গত শনিবার বিনয় মিশ্র-সহ বাকি তিনজনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চেয়ে আদালতে বিশেষ রিপোর্ট জমা দেয় সিবিআই। সেদিনই তারা এই চারজনকে গ্রেফতার আদালতে আর্জি জানান। জানা গিয়েছে নীরজ ও অমিতের কলকাতার বড়বাজারে শাড়ির ব্যবসা রয়েছে। এরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে টাকা পাঠানোর কাজ করতেন।
Topics
Coal Scam CBI ED Administration Kolkata