Home সংবাদসিটি টকস ‘মুখ্যমন্ত্রীর উচিত Partha Chatterjee কে বরখাস্ত করা,’ সুর চড়ালেন Md Selim

‘মুখ্যমন্ত্রীর উচিত Partha Chatterjee কে বরখাস্ত করা,’ সুর চড়ালেন Md Selim

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:Partha Chatterjee-কে আরও আগেই গ্রেফতার করা উচিত ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনটাই মনে করছেন বাম নেতারা। CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, উদ্ধার হওয়া কোটি কোটি টাকার অর্ধেক বিদেশে পাচার হয়েছে। এদিকে, রাজ্যের মন্ত্রী গ্রেফতার হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন সুজন চক্রবর্তীও।

CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম MD Salimবলেন, “যথেষ্ট সময় অতিবাহিত করার পর, অজস্র টাকা দেশে বিদেশে পাচার হওয়ার পরেও, হাত দিতেই এই পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে। এই টাকা আসলে লুঠের টাকা, তোলাবাজি সহ অসহায় চাকরিপ্রার্থীদের থেকে মোটা ঘুষ নেওয়া টাকা। তা সর্বত্র জমা করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা বিলোবার গল্প শোনান আর দেশের প্রধানমন্ত্রী ‘ক্যাশলেস ইকোনমির’ বাণী ছড়ান। অন্যদিকে, সেই নগদ টাকার পাহাড়ের ছবিতে তৃণমূলের দুর্নীতির হাত ধরে ফুটে উঠছে এই রাজ্যে।” তিনি আরো বলেন,” মুখ্যমন্ত্রীর উচিত শিক্ষা মন্ত্রী কে বরখাস্ত করা পশ্চিমবাংলায় এমন ঘটনা কখনো ঘটেনি যেখানে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার হতে হয়েছে দুর্নীতির দায়। পার্থ চট্টোপাধ্যায় ছিলেন তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষার চেয়ারম্যান”

রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে Partha Chatterjee গ্রেফতার করেছে ইডি। এসএসসি SSC অনিয়মের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment