কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর অস্বস্তিতে দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হল বৈঠক। তারপরেই সাংবাদিক সম্মেলন করে নগদ টাকা উদ্ধার কান্ডের থেকে দায় ঝাড়ল তৃণমূল।পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর প্রথম সাংবাদিক বৈঠক তৃণমূলের। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য কুনাল ঘোষ এবং অরূপ বিশ্বাস।
“যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই,” বলে এদিন সাংবাদিক বৈঠকে দাবি করলেন কুনাল ঘোষ।কুনাল বলেন,”এই টাকার উৎস কী? এর পিছনে কী রয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করে আদালতের কাছে বিষয়টি পরিষ্কার করা হোক।”‘‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল’’, বলেও এদিন মন্তব্য করেন তিনি।
“পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকলে গ্রেফতার হতেন না। বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে। দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেবে দল। তবে ষড়যন্ত্র হলে তা আমরা প্রতিরোধ করব ,”বলে এদিন সাংবাদিক বৈঠকে বললেন ফিরহাদ হাকিম।‘‘নৈতিক ভাবে আমরা মাথা নত করব না। বিজেপির চাপের কাছে আমরা মাথা নত করি না। সারদা কর্তা লিখে দেওয়ার পরও এক জন খোলাবাজারে ঘুরে বেড়াচ্ছেন। তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না’’, শুভেন্দু অধিকারীকে নাম না করে নিশানা করেন ফিরহাদ।এখন মনে হচ্ছে বিজেপি তদন্তকারী সংস্থাগুলিকে চালাচ্ছে। যে ঘটনা ঘটেছে তাতে প্রমাণ হচ্ছে ইডিকে চালাচ্ছে বিজেপি।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata