কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন হরিনঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর শনিবার নিজের ইউটিউব চ্যানেলে লাইভ করেন বিজেপি বিধায়ক। সেখানেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। এরপরই পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করে নিজের লেখা একটি গানও শোনান তিনি।
গানের নাম ‘চোর ধরো, জেল ভরো’। শুক্রবার অর্থাৎ সেদিন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইডি তল্লাশি চালায়। ওইদিনও ইউটিউবে আপলোড হয়েছে অসীম সরকারের একটি গান। তার প্রথম লাইন ‘ও দাদা পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করল অর্থ।’ সেই গানের প্রতি লাইনে রয়েছে কটাক্ষ।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে দিনভর জিজ্ঞাসাবাদ, তারপর ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী আধুনা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে দুদিন ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata