কলকাতা টুডে ব্যুরো:ফের অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যোগসূত্রের দাবি জানিয়ে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লিখেছেন, “কথায় আছে, বিপদের সময় নাকি মানুষকে ভালো করে চেনা যায়। কিন্তু দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না। যখন ববির ওখানে যেত আসত, পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত, তখন তো দেখলেই বলতেন, কেমতি আছন্তি। এখন একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করুন, কেমতি আছন্তি?”
এদিন শুভেন্দুবাবুর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কল্যাণী বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অনিরুদ্ধ বিশ্বাসের হয়ে প্রচার করেছিলেন অর্পিতা। মঞ্চ আলো করে ঠিক পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই বসেছিলেন তিনি। মিমটিতে ছবিগুলির পিছনে বাজছে গান ‘আমায় একটু জায়গা দেও মায়ের মন্দিরে বসি।’
কথায় আছে, বিপদের সময় নাকি মানুষকে ভালো করে চেনা যায়।
কিন্তু দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না।
যখন ববির ওখানে যেত আসতো, পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত তখন তো দেখলেই বলতেন "কেমতি আছন্তি"।
এখন একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করুন: "কেমতি আছন্তি"? pic.twitter.com/68bCo2JkFH— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 26, 2022
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata