কলকাতা টুডে ব্যুরো:কেউ ভুল করলে একশন হবে। দোষ প্রমাণিত হলে শাস্তি হবে এদিন টিটাগরের একটি অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা এদিন বলেন, “অন্য দলের ভাবমূর্তি নষ্ট করা কাজ চলছে একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারো ভুল হতে পারে কেউ ভুল করলে অ্যাকশন হবে।”
তিনি এদের বিজেপির বিরুদ্ধে সুর ছড়িয়ে বলেন ২১ তারিখের পর কেন ২২ তারিখেই এই অভিযান করা হল। ভোররাতে কেন অভিযান চালানো হল। যা ঘটছে তা গণতন্ত্রের জন্য ভালো নয় মহারাষ্ট্রের পরে এবার ঝাড়খন্ড বাংলায় নজর ।”
এদিন তিনি সুর চড়িয়ে বলেন ,”২০২৪ এ বিজেপি আসবেনা, আসবেনা, আসবেনা।
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata