কলকাতা টুডে ব্যুরো:টালিগঞ্জের পরে এবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার হদিশ! টাকা গোনার জন্য আনা হয়েছে ৫টি কাউন্টিং মেশিন।
এবার অর্পিতা মুখোপাধ্যায় রথতলার ক্লাবটাউনের ফ্ল্যাটে টাকার পাহাড়! উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার অঙ্ক কোটিতে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। যদিও উদ্ধার হওয়া টাকার পরিমাণ কত, তা এখনও নির্দিষ্ট করে জানায়নি ইডি।
অর্পিতা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করেই আরও টাকা থাকার হদিশ মেলে। সেই সূত্র ধরেই বুধবার অর্পিতা মুখোপাধ্য়ায়ের একের পর এক সম্পত্তির ঠিকানায় তল্লাশিতে নামে ইডি। যে তালিকায় ছিল বেলঘরিয়ার রথতলার এই ক্লাবটাউনের ফ্ল্যাটও।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata