Home সংবাদসিটি টকস বাড়িতে ED-র হানা, আটক উদ্ধব ‘ঘনিষ্ঠ’ Sanjay Raut

বাড়িতে ED-র হানা, আটক উদ্ধব ‘ঘনিষ্ঠ’ Sanjay Raut

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে আটক করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ম্যারাথন জিজ্ঞাসবাদের পর তাঁকে আটক করা হয়েছে।

এর আগে এই মামলায় ইডি সঞ্জয় রাউতকে দুটি সমন পাঠিয়েছিল। মুম্বইয়ের একটি বস্তির উন্নয়নের সঙ্গে যুক্ত একটি তহবিল তছরুপ মামলায় তাঁর স্ত্রী এবং ‘সহযোগীরা’ জড়িত বলে অভিযোগ উঠেছে। এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করা হয়েছিল। ১ জুলাই তাঁর বক্তব্য নথিভুক্ত করতে মুম্বইয়ে ইডির সামনে হাজিরা দিয়েছিলেন সঞ্জয় রাউত।

এই আকস্মিক হানা প্রসঙ্গে সঞ্জয় রাউত এদিন টুইট কলে বলেছিলেন, “কোনও দুর্নীতির সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শপথ নিয়ে এই কথা বলছি। বালাসাহেব আমাদের লড়াই করতে শিখিয়েছেন। আমি শিবসেনার জন্য লড়াই চালিয়ে যাব। আমি শিবসেনা ছাড়ব না। যদি মরেও যাই, তবুও আত্মসমর্পণ করব না। জয় মহারাষ্ট্র।”

Topics

Maharashtra  ED  Sanjay Rout Shiv Sena Administration Kolkata

Related Articles

Leave a Comment