কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস এর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সোনার খনি! ইডি সূত্রে দাবি, ফ্ল্যাট থেকে মিলেছে ৯টি সোনার নেকলেস, এ লেখা একটি সোনার লকেট। ১১টি সোনার কঙ্কন, ১৮ জোড়া কানের দুল, ৫টি আংটি, ৭টি সোনার হার, সোনার পেন, সোনার বার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা।
বহু সম্পত্তিরই যৌথ মালিকানা রয়েছে বলেও জানা যাচ্ছে। নতুন করে চার সংস্থার নাম এসেছে ইডির হাতে। যাতে ৫০ শতাংশ করে শেয়ার রয়েছে পার্থ ও অর্পিতার। ইডি সূত্রে জানা গিয়েছে, অপা ইউটিলিটি সার্ভিস নামে এক সংস্থার হদিশ পাওয়া গিয়েছে, যার মালিকানা দুজনেরই।
শুধুমাত্র সংস্থা নয়, বোলপুরের বাড়ি থেকে শুরু করে অনেক সম্পত্তিই পার্থ ও অর্পিতার নামে রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। পার্থ-অর্পিতার সম্পর্ক যে সদ্য তৈরি হয়নি, সেই প্রমাণও একাধিকবার পেয়েছেন তদন্তকারীরা। বিমায় পার্থকে নমিনি করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডির তরফে আদালতে এও জানানো হয়েছে যে, উদ্ধার হওয়া টারা সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক রয়েছে।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata