কলকাতা টুডে ব্যুরো:ছবির প্রোমোশনে কলকাতায় এসেছেন অক্ষয় কুমার। সহ-অভিনেত্রী সাদিয়া খতিব, স্মৃতি শ্রীকান্ত, দীপিকা খান্না এবং সহজমিন কৌরের সঙ্গে লখনউ এবং দিল্লিতে যাবেন।
২০২২ সালের তৃতীয় ছবি মুক্তির অপেক্ষায় অভিনেতা অক্ষয় কুমার। বলিউডের খিলাড়ি কুমারকে শীঘ্রই ‘রক্ষা বন্ধন’ ছবিতে দেখা যাবে। ছবি মুক্তির আগেই চুটিয়ে প্রোমোশন করছেন অভিনেতা। দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছবির প্রোমোশনে ছুটে বেড়াচ্ছেন তিনি।
আনন্দ এল রাই পরিচালিত, ‘রক্ষা বন্ধন’ আগামী ১১ অগস্ট সিনেমা হলে মুক্তি পাবে। এর পাশাপাশি অক্ষয়ের আসন্ন প্রোজেক্ট ‘সেলফি’, ‘রাম সেতু’, ‘মিশন সিনড্রেলা’, ‘ওএমজি ২’ এবং ‘বড়ে মিয়া ছোট মিয়া’ মতো ছবি।
Topics
Akshay Kumar Bollywood Celebrity Entertainment Kolkata