কলকাতা টুডে ব্যুরো:‘পার্থ চট্টোপাধ্যায়কে ‘বলির পাঁঠা’ করা হয়েছে। আসলে দলের প্রত্যেকে জড়িত। একে একে সবার নামই সামনে আসবে। আর একে একে সব মন্ত্রীরা যদি জেলে যান, তাহলে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন পড়তেই পারে।’ সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে রাজ্যের মন্ত্রীদের জেলে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। আর তারপরই জারি করে দেওয়া হবে রাষ্ট্রপতি শাসন বলে সূত্রের খবর। এই পরিকল্পনার কথাই আজ প্রকাশ্যে বলে ফেলেন বিজেপির রাজ্য সভাপতি।
সুকান্ত মজুমদার বলেন, ‘রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না, সেটা প্রশাসনিক ব্যাপার। কিন্তু, একের পর এক মন্ত্রী জেলে গেলে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন তো পড়বেই।’ সুকান্তের এই কথা বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ কোথাও একটা বড় পরিকল্পনা আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ১৯ জন নেতার সম্পত্তি সংক্রান্ত যে মামলায় ইডি–কে কলকাতা হাইকোর্ট পার্টি করতে বলেছে সেখানে ফিরহাদ হাকিম, অর্জুন সিং–সহ তৃণমূল কংগ্রেসের মোট ১৯ জন নেতার রয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে ফের কড়া ভাষায় অনুব্রত মণ্ডলকেও এক হাত নেন সুকান্ত মজুমদার।
বুধবার নয়াদিল্লি গিয়েছেন বঙ্গ–বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে রাজ্য নেতৃত্বের। তাই নয়াদিল্লি গিয়েছেন সুকান্ত মজুমদার–শুভেন্দু অধিকারী–দিলীপ ঘোষ এবং আরও কয়েকজন। তার আগে মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দেন সুকান্ত মজুমদার।
Topics
Sukanta Majumdar BJP TMC Administration Kolkata