কলকাতা টুডে ব্যুরো:বীরভূমের তৃণমূল জেলা সভাপতি সিবিআই হেফাজতে। গভীর রাতে তাঁকে আনা হয়েছে নিজাম প্যালেসে। আর রাতে ৩টে নাগাদ অনুব্রত মণ্ডলের কয়েকজন অনুগামী পৌঁছে গেলেন নিজাম প্যালেসে। তৃণমূল জেলা সভাপতির জন্য জন্য তাঁরা সঙ্গে আনেন মুড়ি আর অক্সিজেন সিলিন্ডার।
নিজাম প্যালেসের ১৫ তলায় রয়েছেন অনুব্রত মণ্ডল। একই ফ্লোরে রয়েছেন স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। সিবিআই সূত্রে খবর, রাতে তাঁর জন্য ক্যাম্প খাটের ব্যবস্থা করা হয়। পাশে রাখা হয় অক্সিজেন সিলিন্ডার। ডায়াবেটিক ডায়েট মেনেই তাঁকে খাবার দেওয়া হয়। ভোররাতে সামান্য খাবার খেয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে নিজাম প্যালেসে আসার পর কিছু হাল্কা খাবার দেওয়া হয় তাঁকে। সময় মেনে ওষুধও দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই জেরা শুরু করা হয়েছে অনুব্রতকে। অভিযোগ, বীরভূমকে পাচারের ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করেছেন অনুব্রত। সিবিআই জানতে চায়, কীভাবে গরু পাচারে মদত দিয়েছেন অনুব্রত মণ্ডল? বিনিময়ে কত টাকা নিয়েছেন? কিন্তু প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডল কি তদন্তে সহযোগিতা করবেন?
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata