Home সংবাদসিটি টকস ‘জন আক্রোশের ভয়ে তৃণমূলের অনেক নেতারাই ভুলভাল বকছেন,’Sougata প্রসঙ্গে মন্তব্য Sukanta-র

‘জন আক্রোশের ভয়ে তৃণমূলের অনেক নেতারাই ভুলভাল বকছেন,’Sougata প্রসঙ্গে মন্তব্য Sukanta-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এখন জন আক্রোশের ভয়ে তৃণমূলের অনেক নেতারাই ভুলভাল বকছেন সৌগত রায়ের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন,” সৌগত রায় একজন অধ্যাপক মানুষ তার মুখে এমন ভাষা শোভা পায় না।”

তিনি এদিন সৌগত রায়ের সমালোচনা করে আরো বলেন ,”যে এখন তৃণমূলের নেতারা ভয় পাচ্ছেন কখনো জনসমাবেশ থেকে তাদের উদ্দেশ্যও জুতো ছুড়ে না আসে।”

পার্থ চট্টোপাধ্য়ায়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মচূচিতে নেমেছে তৃণমূল কংগ্রেস। সেরকমই এক কর্মসূচিতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। এনিয়ে সরব বিরোধীরা। তবে ওই মন্তব্যরের জন্য ক্ষমা চাইতে নারাজ তৃণমূল সাংসদ। গতকাল কামারহাটিতে দলের এক সভায় সৌগত রায় বলেন, যারা তৃণমূল কংগ্রেসের এত সমালোচনা করছেন সেইসব বিরোধীদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরি করা হবে।

Topics

Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment