Home সংবাদসিটি টকস ‘পার্থ চট্টোপাধ্যায়ের মানেই তৃণমূল তৃণমূল মানেই পার্থ চট্টোপাধ্যায়,’বললেন Samik

‘পার্থ চট্টোপাধ্যায়ের মানেই তৃণমূল তৃণমূল মানেই পার্থ চট্টোপাধ্যায়,’বললেন Samik

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়ের মানেই তৃণমূল তৃণমূল মানেই পার্থ চট্টোপাধ্যায় ।নাটক করে তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব দেখাচ্ছে ।এমন মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীকক ভট্টাচার্য।

সোমবার তিনি সাংবাদিক বৈঠক করে বললেন,” এরাই দলের সাপ্লাই লাইন এদের বাদ দেওয়ার ক্ষমতা দলের নেই। ১৬ ই আগস্ট বাংলার জন্য একটি দুর্ভাগ্যপূর্ণ ৩ ইতিহাসে সেদিনটায় তৃণমূল কংগ্রেস যদি ফুটবল খেলে মাঠে আনন্দ পেতে চায় তাহলে সেটা তাদের সংস্কৃতি।”

তৃণমূলকে করা আক্রমণ করে তিনি বলেন তৃণমূলের খেলা বেলঘড়িয়াতে ক্যানিংয়ে টালিগঞ্জে দেখা গিয়েছে। আবার তৃণমূলের খেলা বোলপুরে মানুষ দেখছেন। তৃণমূলের খেলাতে চলছেই। “খেলার নাম করে যদি কেউ প্রতিঘাত করে তাহলে তার পাল্টা উত্তর দেওয়াটাই স্বাভাবিক ব্যাপার মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য।

 

Topics

Samik Bhattcharya BJP TMC Administration Kolkata

 

Related Articles

Leave a Comment