কলকাতা টুডে ব্যুরো:অনুব্রত তৃণমূলের বড় নেতা। তার মেয়ে ফেল করে চাকরি পেয়েছে। দুর্নীতির কেন্দ্রে তো তৃণমূলের নেতারা। যোগ্যরা চাকরি পায়না। তার চাকরিও খারিজ হওয়া উচিত। অনুব্রতর মেয়ের চাকরির সঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বাম নেতা সুজন চক্রবর্তী।তিনি বলেন,”তৃণমূলের নেতারা চোর।মানুষের লুটের টাকা উদ্ধার করতেই হবে।”অনুব্রত মন্ডলের সম্পত্তি কি করে আসলো?কি করে চাকরি পেলেন সেগুলো বলতে হবে তো।”
নতুন তৃণমূলের পোস্টার প্রসঙ্গে সুজন বললেন,” পোস্টার দিয়ে মমতার প্রতি অনাস্থা দেখিয়েছে।। নতুন তৃণমূল! এসব পুরোনো মদ নতুন বোতল।
রাজ্যে একটা শিন্ডে খুঁজে পেতে চায় বিজেপি।”
“আরও বেশি দুর্নীতিগ্রস্থ তৃণমূল নতুন তৃণমূল। মমতা ব্যানার্জির মুখটা বোধহয় আর চলছে না,” বলেও মন্তব্য করেন তিনি।
এদিন বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে ব্রাত্য বসুর বৈঠক প্রসঙ্গে সুজন বলেন ,”পরীক্ষার্থী দের সাথে ব্রাত্য বসু বসেছেন উপায় না দেখে। কিন্তু কিছুই স্পষ্ট করেনি। শূন্য পদ কত? যোগ্যরা কবে চাকরি পাবে? এটাই জানতে চাই।”
Topics
Sujan chakraborty Congress CPM BJP TMC Administration Kolkata