কলকাতা টুডে ব্যুরো:খিদিরপুরে লরির চাকায় পিষ্ট গাড়ি, বেঘোরে মৃত্যু হল ৭৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরে ছেলের। এদিন রাত সাড়ে নটা নাগাদ কাঁটাপুকুর রোডে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, শনিবার কাটাপুকুর মর্গের দিকে একটি গ্যারাজে ছিলেন বছর ৩৮ এর রামকিঙ্কর রাম। সেখান থেকেই বেরিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলেন। সেই সময়ই উল্টোদিক থেকে ধেয়ে আসা একটি সারবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা তার গাড়ির উপরে গিয়ে পড়ে। দুর্ঘটনায় লরির নিচে পিষ্ট হয়ে যায় গাড়িটি। দুমড়ে মুচড়ে গিয়ে রীতিমতো খেলনা গাড়ির আকার ধারণ করে। পরে ক্রেন এনে প্রথমে লরিটিকে তোলা হয়। তার পর গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে রামকিঙ্করকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
দুর্ঘটনার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে যান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকে বেরনোর সময় তিনি বলেন, “পোর্টের ভিতর দিয়ে গোডাউন থেকে সরকারের একটি রাস্তা রয়েছে। ওইখান দিয়েই যাচ্ছিল ছেলেটি। আমাদের কাউন্সিলর রামপেয়ারে রামের ছেলে রামকিঙ্কর। ৩৮ বছর বয়স। লোডেড ১০ চাকার লরি ওর গাড়িতে উঠে যায়। গাড়ি সুদ্ধ পিষে গিয়েছে বাচ্চা ছেলে।”
হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে রামকিঙ্কর রামের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম এর মর্গে রাখা হয়েছে। পোস্ট মর্টেম এর পরে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
Topics
Khidirpur Road Car Administration Kolkata