Home সংবাদবর্তমান ঘটনা বিস্ফোরক শ্রীকান্ত, অস্বস্তিতে তৃণমূল

বিস্ফোরক শ্রীকান্ত, অস্বস্তিতে তৃণমূল

দলের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মন্তব্যে তীব্র অস্বস্তিতে তৃণমূল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দলের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মন্তব্যে তীব্র অস্বস্তিতে তৃণমূল।

ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী তথা শালবনি কেন্দ্রের তিন বারের বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। এর পরই মন্ত্রীকে শোকজ করেছে জেলা তৃণমূল। জানা গিয়েছে, এই ঘটনার পর ক্ষমাও চেয়েছেন শ্রীকান্ত। এমনটাই দাবি তৃণমূল জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতির।

রাজ্যের প্রতিমন্ত্রী আরো বলেন, ‘জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরতরা লুটেপুটে খাচ্ছে। এরা দলের সম্পদ হলে দল করা যাবে না’ । তিনি আরো বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীরা খারাপ লোককে ভাল বলছেন, ভাল লোককে খারাপ। এভাবে তো দল করা যায় না। প্রয়োজনে সামাজিক আন্দোলন করতে হবে।” সূত্রের খবর, এই ভিডিও ভাইরাল হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই ভিডিওটি যায়। জানা গিয়েছে, তাঁর নির্দেশেই শোকজ করা হয়েছে। সেই পত্রে লেখা হয়, রাজ্যের একাধিক মন্ত্রী, নেতাকে অপমান করা হয়েছে। ৭ দিনের মধ্যে এই মন্তব্যের জবাব দিন।

Topics

Srikanta Mahato BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment