কলকাতা টুডে ব্যুরো::কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবারজিরা এড়িয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি মানেকা গম্ভীরকে ফের নোটিস দেওয়া হলে আদালতের দ্বারস্থ হন তিনি। অবশেষে কয়লা পাচার মামলায় কিছুটা স্বস্তি পেলেন মেনকা। তাঁকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন নেই বলে জানাল কলকাতা হাইকোর্ট। ইডি-র সমনকে পাল্টা চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মেনকা। মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গলবেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও কড়া পদক্ষেপ করা না হয়।
এই মামলাতেই অভিষেককে কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু মেনকাকে দিল্লিতে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। আদালতে মেনকা গম্ভীরের আইনজীবী অয়ন ভট্টাচার্য সওয়াল করেন, অভিষেক ও রুজিরা কলকাতায় তদন্তে যোগ দিচ্ছেন, তাহলে মেনকার ক্ষেত্রে অসুবিধা কোথায়? ইডির সমন খারিজ করার আর্জি জানাননি মেনকা। শুধু প্রশ্ন তুলেছিলেন, কলকাতার বদলে দিল্লিতে ডেকে পাঠানো হল কেন?
Topics
Coal Scam ED Abhishek Banerjee Administration Kolkata