কলকাতা টুডে ব্যুরো: ২০২৪-এ বাংলায় লোকসভা নির্বাচন, তারই আগে শাসকদলের নামে দুর্নীতির দায় চাপিয়ে কোণঠাসা করার অভিযোগ BJP-র বিরূদ্ধে। তৃণমূলের তরফে টুইট করে এই অভিযোগ আনা হয়।
SSC দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ, তারই কিছুদিন পর কয়লা পাচার কাণ্ডে আটক অনুব্রত মন্ডল। এছাড়াও কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই বহুবার তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার তৃতীয়বার CGO কমপেক্সে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তার পরই তৃণমূলের তরফে সরাসরি আঙ্গুল উঠেছে BJP র দিকে।
শুক্রবার BJP-কে নিশানা করে তৃণমূলের টুইটার হ্যান্ডেলে টুইট করে বলা হয়, ‘কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে, এটা লজ্জার। যখনই বিজেপি শঙ্কিত হয়ে পড়ে, এই তোতাপাখিদের ছেড়ে দেয়। যারা মেরুদণ্ড বিক্রি করেনি, তাঁদের নিশানা করা হয়। মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদি বলতেন, কেন্দ্রীয় সংস্থার রাজনীতিকরণ নিন্দনীয়। প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের দমনে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করেন। প্রধানমন্ত্রী, বিভাজনকারী শক্তিকে আমরা অতীতেও হারিয়েছি। বিজেপির পুতুল দিয়ে ভয় দেখানোর ছক কাজ করবে না। লড়াই জারি থাকছে’
It is a matter of great shame that Central Agencies are reduced to #PuppetsOfBJP.
Whenever BJP feels threatened, they unleash these ‘parrots’ on those who have not sold their spine or integrity! pic.twitter.com/eru29NWesf
— All India Trinamool Congress (@AITCofficial) September 2, 2022
Topics
ED CBI BJP TMC Administration Kolkata