কলকাতা টুডে ব্যুরো: AIFF-র প্রেসিডেন্ট বদল। ১৩ বছর পর ভারতীয় ফুটবল পেল নতুন প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট পদে বসলেন সেই Kalyan Chaubey। ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া খানিকটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও ফেভারিট প্রার্থী কল্যাণ চৌবেকে ছাপিয়ে যেতে পারলেন না। গোলকিপার বনাম স্ট্রাইকারের লড়াইয়ে বাজিমাত কল্যাণের। গুজরাত ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন দেশের প্রাক্তন গোলকিপার। সমর্থনে ছিল অরুণাচল প্রদেশ। বাংলার দুই প্রধানে খেলা কল্যাণের সমর্থনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,কিরেন রিজিজুরা। তাঁর AIFF সভাপতি হওয়া প্রায় নিশ্চিত ছিল। বাস্তবেও ঘটল সেটাই।সংখ্যাগরিষ্ঠতায় পাহাড়ি বিছেকে অনেকটাই পিছনে ফেলেছেন তিনি। ৩৩-১ ব্যবধানে বাইচুংকে হারিয়ে প্রেসিডেন্ট পদে বসলেন।
Topics
FIFA AIFF Kalyan Chaubey Football Sports Kolkata