কলকাতা টুডে ব্যুরো: কয়লাকাণ্ডে কলকাতায় ম্যারাথন জেরা ইডি-র। প্রায় সাত ঘন্টার পর CGO কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেরিয়েই আক্রমণাত্মক সুর শোনে গেল তার গলায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘এজেন্সির জুজু দেখিয়ে ভয় দেখানো যাবে না। আন্দোলনের ভাষা আরও তীব্রতর হবে। সাধারণ মানুষের কাছে মাথা নত করব। সিবিআই, ইডি-র কাছে মাথা নত করব না।”
একইসঙ্গে শুভেন্দু অধিকারী নাম নিয়েও ঢালাও অভিযোগ অভিষেকের। তাঁর দাবি, বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। ৮ মাস আগে কথা বলেন। যথা সময়ে সেই ক্লিপ তিনি সামনে আনবেন। একইসঙ্গে আদালতেও জমা দেবেন বলেও জানান। তিনি শুভেন্দুকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, “পারলে আদালতে গিয়ে মামলা করুক, সেখানে গিয়েই বিচারককে সব প্রমান দেবো।” তিনি ED র তদন্তে অসন্তোষ প্রকাশ করে তিনি এও অভিযোগ করেন যাদের হাত পেতে টাকা নিতে দেখা গেছে তাদের কেন আজ পর্যন্ত ED র সমন পাঠানো হল না?”
Topics
Coal Scam ED Abhishek Banerjee Administration Kolkata