কলকাতা টুডে ব্যুরো: গোরুপাচারের অভিযোগে CID-এর হাতে গ্রেফতার মুশিদাবাদের এক ব্যবসায়ী। CID সূত্রের খবর, ধৃতের নাম জেনারুল শেখ। বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকার বড় শিমুলিয়ায়। শনিবার বহরমপুর থেকে তাঁকে পাকড়াও করেন গোয়েন্দারা। গোরুপাচার মামলায় এনামুল হক নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল CBI। জেনারুল তার ঘনিষ্ঠ বলেই পরিচিত। সিআইডির দাবি, এনামুলের অবর্তমানে গোরু পাচারের কারবার জেনারুল দেখতেন বলেই গোয়েন্দারা দাবি করেছেন। জেনারুলের পাচারের কায়দা নিয়েও রীতিমত তাজ্জব গোয়েন্দাদের একাংশ।
সূত্রের দাবি, পাচারের পথে গরু বাজেয়াপ্ত করল কাস্টমস। পরে সেগুলি তারা নিলাম করে বিক্রি করত। নিলাম থেকে সেই গোরু কিনে সেগুলিকে ফের পাচার করতেন জেনারুল। বছর কয়েক আগে সে রাস্তা বন্ধ হয়ে যায়। সিআইডির দাবি, কাস্টমসের বদলে বিএসএফের একাংশের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে জেনারুল। বিএসএফের ওই কর্মী যে গোরুগুলিকে পাচারের হাত থেকে আটকাতেন সেগুলিকে সরকারি খাতায় না দেখিয়ে জেনারুল পাচার করতেন। যদিও কোনো নির্দিষ্ট বিএসএফ কর্মীর নাম এখনো জানাতে পারেনি সিআইডি।
Topics
Murshidabad Cattle Smuggling CID Administration Kolkata