কলকাতা টুডে ব্যুরো: মধ্যরাতে CGO কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১২টা নাগাদ ইডি দফতরে পৌঁছন মেনকা।। সোমবারই তাঁকে তলব করেছিল ইডি। তবে রবিবার রাত্রিবেলা পৌঁছে যান ইডি দফতরে। কিন্তু দফতর বন্ধ থাকায় ফিরে আসতে হয় তাঁকে।
গত শনিবার ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমান বন্দরে পৌঁছন মেনকা। সেই সময় অভিষেকের শ্যালিকাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিমানবন্দরে পৌঁছে পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময়ই মেনকাকে বাধা দেয় অভিবাসন দফতর। তাঁকে প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরে অভিবাসন দফতরের একটি ঘরে বসিয়ে রাখা হয় বলে দাবি। অভিবাসন দফতরের তরফ থেকে তাঁকে জানানো হয়, একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি। তাই শহর ছাড়তে পারবেন না। পরবর্তীকালে দমদম বিমানবন্দরে যখন ইডি অফিসাররা আসেন তাঁকে তিন পাতার একটি সমন ধরানো হয়। সেই সময় হাজিরা যে সময় উল্লেখ ছিল সেখানে গড়মিল হয় বলে খবর।
সূত্রের খবর, সমনে লেখা ছিল মেনকাকে হাজিরা দিতে হবে ১২.৩০ এ.এম অর্থাৎ ১২ সেপ্টেম্বর রাত্রি সাড়ে বারোটায়। এখানেই তৈরি হয় সমস্যা। সমন অনুযায়ী সিজিও কমপ্লেক্সে মধ্যরাতে নিজের আইনজীবী সৌমেন মহান্তিকে সঙ্গে নিয়ে পৌঁছন অভিষেক শ্যালিকা। কিন্তু প্রত্যাশা মতোই সেখানে কোনও ইডি অফিসাররা ছিলেন না যাঁরা এই কয়লা পাচারকাণ্ডের তদন্ত করছেন। ১০ মিনিট পর তিনি তাঁর বাড়ির উদ্দেশে বেরিয়ে যান।
এই বিষয়ে মেনকা জানান, ‘আমাকে ডাকা হয়েছিল। আমি এসেছিলাম। কিন্তু ভিতরে কোনও ইডি অফিসার না থাকার কারণে আমি ফিরে যাচ্ছি।’
সূত্রের খবর, মানকা গম্ভীর কে সোমবার দুপুর সাড়ে 12 টা পুনরায় ED-র তরফে তলব করা হয়েছে।
Topics
Coal Scam ED Menaka Gambhir Administration Kolkata