Home সংবাদসিটি টকস বেঙ্গল মডেল অফ গভর্নেন্স থেকে শিক্ষা নিন: অভিষেক

বেঙ্গল মডেল অফ গভর্নেন্স থেকে শিক্ষা নিন: অভিষেক

একের পর এক ধর্ষণ খুনের ঘটনায় কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: একের পর এক ধর্ষণ খুনের ঘটনায় কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়। মঙ্গলবার তিনি একটি টুইট করে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্র সমাজকে এগিয়ে চলার বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়েরও। এই সভা থেকেই BJP সরকারকে বিভিন্ন বিষয়ে কাঠগড়ায় তুলতে দেখা যায় তাকে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের তুলনাও উঠে আসে তার গলায়। গরু ও কয়লা কাণ্ডে কেন্দ্রের দিকে আঙ্গুল ও তোলেন তিনি। বক্তব্যে উঠে আসে জয় শা এর প্রসঙ্গ।

মঙ্গলবার কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি। তার পরই অভিষেক একটি টুইট করে বলেন, “অমিত শাহের হাতে একটি দ্বৈত কাজ রয়েছে: বাড়িতে তার ছেলেকে জাতীয়তাবাদ সম্পর্কে শিক্ষা দেওয়া এবং তার মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সাজানো।

তিনি টুইট দিল্লির বাড়তে থাকে অপরাধের প্রসঙ্গ বলেন, “দিল্লির অস্বাভাবিক অপরাধের হার আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে। ED-এর সাথে পুতুল খেলার পরিবর্তে তার বেঙ্গল মডেল অফ গভর্নেন্স থেকে শিক্ষা নেওয়া উচিত।”

Topics

Abhishek Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment