কলকাতা টুডে ব্যুরো: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই এদিন বিজেপি কে তোপ দাগলেন অভিষেক। তিনি বলেন, “তৃণমূলের উপর যত আঘাত করা হবে, আমরা ততই শক্তিশালী হব। এই আবহে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে তাদের যোগ্য জবাব দিতে হবে। যত কুৎসা করবে, তত গর্তে ঢুকবে।”
তিনি আরও বলেন,”এই দলে কোনও লবি নেই, একটাই লবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ভোট শান্তিপূর্ণ হবে। বিজেপিকে ল্যাজেগোবরে করতে হবে। দলে এক নম্বর, দুই নম্বর বলে কেউ নেই। আমরা আগামী দিনে ভোটে জিতে মমতাকে উপহার দেব।”
Topics
Abhishek Banerjee BJP TMC Administration Kolkata