Home সংবাদবর্তমান ঘটনা ‘যশবন্ত সিনহাজিকে আন্তরিক অভিনন্দন,’ বললেন অভিষেক

‘যশবন্ত সিনহাজিকে আন্তরিক অভিনন্দন,’ বললেন অভিষেক

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:কে হবেন দেশের আগামী রাষ্ট্রপতি সেই নিয়ে প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে বিরোধীদের মঙ্গলবারের সভায় যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে, তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজধানীতে এই বৈঠকে অংশ নেন। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধীদের বৈঠকে গিয়েছিলেন অভিষেক। রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ, এর আগে যে বৈঠক হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কিন্তু এবারের বৈঠকে তৃণমূলের সুপ্রিমোর অনুপস্থিতি ব্যুমেরাং হয়ে দেখা দিতে পারত তৃণমূলের। বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাসের ভিত দুর্বল হয়ে যেত।

দেশের বিরোধী দলগুলি মিলে ১৮ জুলাই হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে। বিজেপির নির্বাচিত রাষ্ট্রপতি প্রার্থীর বিপক্ষে বিরোধীদের প্রার্থী হলেন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।

এই প্রসঙ্গে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন  “আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যৌথ বিরোধী দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য যশবন্ত সিনহাজিকে আন্তরিক অভিনন্দন। আমার দৃঢ় বিশ্বাস, সমস্ত প্রগতিশীল দল যারা আমাদের দেশের জন্য একই দৃষ্টিভঙ্গি পোষণ করে, তাদের জন্য এর চেয়ে ভাল বিকল্প হতে পারে না!”

Topics

Abhishek Banerjee  BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment