কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার বিকেল ৫টায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির জরুরি বৈঠক ডাকলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনেই ডাকা এই বৈঠকের কথা জানালেন দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এই বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রীকে। অর্পিতা মুখার্জির দুই ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা, সঙ্গে বহুমূল্যের সোনা। রাজ্য রাজনীতি উত্তপ্ত সেই প্রসঙ্গেই। ইতিমধ্যে রাজ্য জুড়ে জোর চর্চা পার্থ চ্যাটার্জির মন্ত্রিত্ব পদ নিয়ে। অন্যদিকে জেরায় মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা পার্থ চ্যাটার্জির।
তৃণমূল সূত্রে খবর, এমন পরিস্থিতিতে তড়িঘড়ি দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন অভিষেক। হাজির থাকবেন কমিটির সদস্য সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। তাৎপর্যপূর্ণভাবে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকেও।
Topics
Abhishek Banerjee BJP TMC Administration Kolkata