কলকাতা টুডে ব্যুরো: দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায় কে অপসারিত করা হয়েছে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতদিন তদন্ত চলবে দলের পক্ষ থেকে তাকে সাসপেন রাখা হবে বলেও জানালেন অভিষেক। তিনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করেন তাহলে তাকে আবার দলে ফিরিয়ে নেয়া হবে তবে ততদিন তৃণমূল থেকে সাসপেন্ড থাকবেন পার্থ চট্টোপাধ্যায়।” তৃণমূলের মহাসচিব পর থেকেও অপসারিত পার্থ
এদিন তৃণমূল ভবনের তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন এবং কংগ্রেসের প্রথম সারীর নেতৃত্ববৃন্দরা।তিনি বলেন, “মানুষের সঙ্গে অন্যায় হলে তৃণমূল বরদাস্ত করবে না দল মানুষের জন্য চলে। সাধারণ মানুষের সঙ্গে অবিচার হলে আপস নয়।”
অভিষেক আরও বলেন,” যদি কেউ কোনরকম অন্যায় করে থাকেন অবিচার করে থাকেন তৃণমূল কংগ্রেস তাকে কোনভাবেই সমর্থন করবে না এই বিপুল পরিমাণ টাকার উৎস কি সেটা জানা খুব দরকার। কিভাবে এত কালা চাকা উদ্ধার হচ্ছে।” কেউ অন্যায় করলে তৃণমূল রেয়াত করবে না তবে যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সে তৃণমূলের কেউ নয়।”
বৃহস্পতিবার Partha Chatterjeeকে মন্ত্রিসভা থেকে অপসারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এসএসসি দুর্নীতির তদন্তে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। দলের পক্ষে কুণাল ঘোষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেবে দল।
ইডির হেফাজতে রয়েছেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে অভিযান চালিয়ে টালিগঞ্জের পর বেলঘরিয়াতেও পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমান টাকা। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার সয়েছে। এইসব অভিযোগের সঙ্গে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের।
শুধু বিরোধী রাই নয় বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবি তোলেন। শেষমেষ পার্থকে অপসারণ করার সিদ্ধান্ত নিলেন মমতা।