Home সংবাদসিটি টকস সভামঞ্চ থেকে শুভেন্দুকে চেলেঞ্জ অভিষেকের

সভামঞ্চ থেকে শুভেন্দুকে চেলেঞ্জ অভিষেকের

সোমবার মেযো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে সভার আয়োজন করা হয়েছিল, সেই সভা থেকেই বঙ্গ BJP-র নেতা নেত্রীকে নাম করে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার মেযো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে সভার আয়োজন করা হয়েছিল, সেই সভা থেকেই বঙ্গ BJP-র নেতা নেত্রীকে নাম করে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়ে তিনি বলেন, ‘এরা কখনও নাম নিয়ে কথা বলেন না, কারণ বুকের পাটা নেই। আমি নাম নিয়ে বলছি, বেইমান, গদ্দার, ঘুষখোর শুভেন্দু অধিকারী। বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা কর।’

অভিষেকের দাবি, তাঁকে যদি বিজেপি নেতারা ‘তোলাবাজ’ বলে উল্লেখ করেন, তাহলে তিনি হাইকোর্টে যাবেন। তিনি আরও বলেন, ‘ভাববাচ্যে কথা তো সবাই বলে, ভাববাচ্যের কী ক্ষমতা আছে? আমি নাম নিয়ে বলছি, দিলীপ ঘোষ গুণ্ডা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার গদ্দার। এরা বাংলাকে ভাগ করতে চায়। তোমার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করবে।’

Topics

Abhishek Banerjee  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment