Home রাজনৈতিক Abhishek Banerjeeর বিরুদ্ধে দায়ের মামলা খারিজ হাইকোর্টের

Abhishek Banerjeeর বিরুদ্ধে দায়ের মামলা খারিজ হাইকোর্টের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ হাইকোর্টের।‘অভিষেকের মন্তব্যে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়েছে বলে আদালত মনে করছে না’,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ হাইকোর্টের। এই মুহূর্তে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই, জানাল আদালত।

 

আদালত জানাল, ”এই মুহূর্তে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই। অভিষেকের মন্তব্যের মাধ্যমে বিচারব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে বলে এই মুহূর্তে আদালত মনে করছে না। যদিও আদালত প্রত্যাশা করে যে একজন জনপ্রতিনিধির এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা প্রয়োজন।

আরও পড়ুনঃ Abhishek Banerjee:বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

 

সম্প্রতি হলদিয়ার একটি শ্রমিক সংগঠনের সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বলেছিলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন, তল্পিবাহক হিসাবে, ১ শতাংশ। কিছু হলেই সিবিআই দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন?” এমনকি এই মন্তব্যের পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় পাল্টা চ্যালেঞ্জও ছোঁড়েন যে, চাইলে সত্যি কথা বলার জন্য় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক!

Related Articles

Leave a Comment