Home সংবাদসিটি টকস এরকম টাকা দিদির দলের নেতা নেত্রীদের ঘরে ঘরে রয়েছে,’কটাক্ষ Adhir-এর

এরকম টাকা দিদির দলের নেতা নেত্রীদের ঘরে ঘরে রয়েছে,’কটাক্ষ Adhir-এর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শহরের রাজপথে প্রতিবাদের মিছিল কংগ্রেসের। এসএসসি নিয়োগে অস্বচ্ছতা এবং শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে শনিবার দুপুরে কংগ্রেসের এই মিছিল শুরু হয়। অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস দফতর থেকে এই মিছিল গিয়ে পৌঁছয় গান্ধী মূর্তির পাদদেশে। গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছে বক্তব্য রাখেন।

তিনি বলেন, গত ৫০৩ দিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। বাংলা শিক্ষক ,শিক্ষিকাদের দাবি আদায়ের আন্দোলনের পীঠস্থানে পরিণত হয়েছে। তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন কিন্তু তাঁদের সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী। উল্টে তাঁদের উপর লাঠি চালানো হয়েছে।

তিনি বলেন, মোদির সঙ্গে কথা বলেন যাতে তাঁর দল আর কোনও বিপদে না পড়ে। এদিন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা উদ্ধার প্রসঙ্গে বলেন, পার্থর বাড়িতে যা পাওয়া গিয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। এরকম টাকা দিদির দলের নেতা নেত্রীদের ঘরে ঘরে রয়েছে।

Topics

Adhir Choudhury Congress CPM BJP TMC Administration Kolkata 

Related Articles

Leave a Comment