Adhir Ranjan Chowdhury : সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজে এথিক্স কমিটির সুপারিশ নিয়ে আপত্তি। লোকসভা অধিবেশনের আগে তৃণমূলের সাংসদের পাশে দাঁড়াতে দেখা গেল অধীর রঞ্জন চৌধুরীকে। লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন কংগ্রেসের দলনেতা। সুপারিশে উল্লেখ আছে বেশ কতকগুলি নিয়মের কথা । আপত্তি জানিয়েছেন বহরমপুরের সাংসদ। পাশাপাশি স্পিকারের কাছে অধীরের আবেদন, এথিক্স কমিটির রিপোর্ট খুব ভালোভাবে খতিয়ে না দেখে কোন সিদ্ধান্তে যেন না আসা হয়। সূত্রের খবর আগামী সোমবার, সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই এই সংক্রান্ত রিপোর্টটি পেশ হওয়ার সম্ভাবনা। তার উপর ভোটাভুটিতেই নির্ধারিত হবে মহুয়ার ভবিষ্যৎ। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর সেই ইস্যুতেই রাজনৈতিক মহলে জোর চর্চা। এথিক্স কমিটির সুপারিশ, তাঁর সাংসদ পদ বাতিল করা হোক। চেয়ারম্যান বিনোদ সোনকারের রিপোর্টটি পেশ করা হবে সংসদে। আর তারপরই আসল সিদ্ধান্তে আসবে সংসদ।