Home রাজনৈতিক টানা ৬ ঘণ্টা জেরার পর ছেলেকে কোলে নিয়ে ইডি দপ্তর থেকে বেরলেন রুজিরা

টানা ৬ ঘণ্টা জেরার পর ছেলেকে কোলে নিয়ে ইডি দপ্তর থেকে বেরলেন রুজিরা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে বিকেল ৫ টার কিছু সময় পর ছেলে আয়াংশকে কোলে নিয়ে  তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায়।

 

ইডির তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা ৮ মিনিট নাগাদ সেখানে গিয়েছিলেন রুজিরা। বছর আড়াইয়ের ছেলে আয়াংশকে সঙ্গে নিয়েই তদন্তে সহযোগিতা করতে যান অভিষেকপত্নী। এদিন কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তাঁকে।

আরও পড়ুনঃ লকেটকে আইনি চিঠি বেচারামের,ক্ষমা না চাইলে ২ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি

 

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লিতে নয়, কলকাতায় জেরা করতে হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে। সেই নির্দেশ মেনে বুধবারই চিঠি পাঠিয়েছিল ইডি। নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশকেও পাঠিয়েছিল চিঠি। এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্স চত্বরে নিরাপত্তা ছিল আঁটসাঁট।

Related Articles

Leave a Comment