Home সংবাদসিটি টকস আরও এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার বিদিশার বান্ধবীর মঞ্জুষার

আরও এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার বিদিশার বান্ধবীর মঞ্জুষার

by Soumadeep Bagchi

এবার বিদিশার বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী। আজ, শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বিদিশার মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন মঞ্জুষা, দাবি পরিবারের।কিন্তু কারণ কী? সেই সম্পর্কে এখনও জানা যায়নি। মেলে নি কোনও সুইসাইড নোট।

 

জানা যাচ্ছে, মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের মৃত্যুর খবর শুনেই মানসিক ভাবে ভেঙে পড়েন মঞ্জুশা। পরিবার সূত্রে খবর, বিদিশা তার খুবই কাছের বন্ধু। বন্ধুর অকালে চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। সেই কারণেই কি আত্মহত্যা করলেন মডেল অভিনেত্রী? পাওয়া যায়নি কোনও সুইসাইড নোট, তবে সম্পূর্ন বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:’নিচুতলার পুলিশ কর্মীরা রাজ্যের সম্পদ,’বললেন Mamata

বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় একটি চ্যানেলের সিরিয়ালে কাজ করতেন মঞ্জুশা। ফটোশুটেরও খামতি ছিল না। বিভিন্ন বুটিকের মেন মডেল হিসেবেও তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন। একদিকে বিদিশার সঙ্গে গভীর বন্ধুত্ত্ব অন্যদিকে ঠিক দুদিনের মাথায় তার রহস্যমৃত্যু – তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Comment