কলকাতা টুডে ব্যুরো:ফের ভাটপাড়ায় শ্যুটআউটের ঘটনা।এদিন সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলি লাগে এক ব্যবসায়ী সালাউদ্দিন আনসারির মাথায়। সঙ্গে সঙ্গে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, আপাতত তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করার কথাও ভাবা হচ্ছিল। কিন্তু, তার আগেইতার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর, ইমারতি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী। তাঁর মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। এই ঘটনায় ভাটপাড়া এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।তার পর খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করা হয়। মুকুলের মাথা এবং শরীরের অন্যত্রও গুলি লাগে।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজারের বেশি করোনা আক্রান্ত
কখনও বোমাবাজি, কখনও গুলি, ভাটপাড়ায় প্রায়শই উত্তেজনা তৈরি হয়। সে ক্ষেত্রে কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র মেলে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যাতে রাজ্য জুড়ে চলছে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। গত মার্চ মাসেও ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে ভাটপাড়ার আটচালা বাগানে।