কলকাতা টুডে ব্যুরো: সৌগত রায় কে বোমা তৈরীর বিশেষজ্ঞ বলে কটাক্ষ অগ্নিমিত্র পালের। তিনি বলেন, ‘সংসদ সৌগত বাবু তিনি নাকি প্রফেসর আমার মনে হয় উনি এখন বোম নিয়ে গবেষণা করছেন।পাশাপাশি ‘পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি একদিন STF-এর হাতে আল-কায়েদা ধরা পড়ছে, ISS, PFI ধরা পরছে।’ STF-এর হাতে জঙ্গি গ্রেফতার ঘটনার এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল।
প্রসঙ্গত, আল কায়দা জঙ্গি সন্দেহে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF। ধৃত যুবকের নাম মনিরুদ্দিন খান । শনিবার রাতে যুবককে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, জঙ্গি সংগঠনের নেতাদের হাতে ওই ছাত্র নিজের পরিচয়পত্র ও নথি। ওই পরিচয়পত্রের সাহায্যে জঙ্গিদের Sim Card ও Bank Account তৈরি করা হয়। এছাড়াও সোশাল মিডিয়ায় আল কায়দার প্রচার ও স্লিপার সেল তৈরিতে ওই ছাত্র জঙ্গি নেতাদের সাহায্য করত বলে অভিযোগ এসটিএফের।
STF জঙ্গি সন্দেহে এই অ্যারেস্ট নিয়ে অগ্নিমিত্রা বললেন, পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি একদিন STF-এর হাতে আল-কায়েদা ধরা পড়ছে, ISS, PFI ধরা পরছে। আবার সেই মঞ্চে দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক বসে আছে। ভাট পাড়াতে ছোট ছোট বাচ্চারা বল ভেবে বোম এর সঙ্গে খেলছে। নরেন্দ্রপুরের দুষ্পৃতিদের দেখে নেওয়ার পরে কিশোরদের উপর বোমচার করছে, এটাই পশ্চিমবঙ্গের অবস্থা। এবং পশ্চিমবঙ্গের এখানকার সংসদ বলছে বিরোধীদের মাথায় গুলি করো। তৃণমূলের সংসদ সৌগত বাবু তিনি নাকি প্রফেসর আমার মনে হয় উনি এখন বোম নিয়ে গবেষণা করছেন, উনি আজ সকালে বলেছেন বিজ্ঞানের যত অগ্রগতি হয়েছে বোমের ততো অগ্রগতি হয়নি এই পশ্চিমবঙ্গে। এখন টিএমসির কালচার হচ্ছে, জায়গায় বোমের কারখানা তৈরি করা এবং অনুব্রত বাবুদের মত ক্রিমিনালদের বির বলা যেমন মমতা ব্যানার্জি তেমন এমপি অভিষেক ব্যানার্জি তেমন সৌগত বাবু সব ক্রিমিনাল এখন তৃণমূলের।