Home রাজনৈতিক ‘অগ্নিপথ’-এর বিরুদ্ধে AIDSO-র বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার শহরে

‘অগ্নিপথ’-এর বিরুদ্ধে AIDSO-র বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার শহরে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:’অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের নিয়ে উত্তাল বিহার এবং উত্তর প্রদেশের। বিক্ষোভের আগুন ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। শুক্রবার দেশের প্রায় ৭ রাজ্য জুড়ে বিক্ষুব্ধ আন্দোলন দেখা গিয়েছে। বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড, দিল্লি, তেলেঙ্গানা, বাংলা, হরিয়ানা, পঞ্জাবে অগ্নিপথ বিক্ষোভের আঁচ পড়েছে বেশি।  বাংলাতেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে।

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এআইডিএসও-র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে হাজরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। বাধা দিলে পুলিশের সাথে ধুমধুমার কান্ড ঘটে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

 

অশান্তির আশঙ্কায় সব রাজ্যের মুখ্যসচিব, ডিজিপিদের বার্তা কেন্দ্রের। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের পুলিশ কমিশনারকেও সতর্কবার্তা দিল কেন্দ্র । স্টেশন, জাতীয় সড়ক-সহ সরকারি দফতরে বাড়তি নিরাপত্তা’র দেওয়ার কথা বলা হয়েছে।, আপাতত বিক্ষোভ চলার আশঙ্কায় সতর্ক করল কেন্দ্র।

Related Articles

Leave a Comment