কলকাতা টুডে ব্যুরো: হল না কোনো মরাকেল! অবশেষে বৃথা যাবতীয় পূজা, প্রেম, প্রার্থনা। না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী Aindrila Sharma। দু’সপ্তাহের বেশি সময় ধরে ব্রেন স্ট্রোক নিয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দু’বার ক্যানসারজয়ী এই অভিনেত্রী। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর মাথায়। কিন্তু ধকল সইতে পারল না শরীর। শনিবার রাতে পরপর দশবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। শেষমেশ রবিবার দুপুর একটা নাগাদ সব শেষ।
গত সোমবারই সন্ধেয় ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরী পোস্ট করেছিলেন, সকলে যেন ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করেন, যেন কোনও মিরাকেলের জন্য প্রার্থনা করেন। তখনই অশুভ আশঙ্কায় কেঁপে উঠেছিল ভক্ত-অনুরাগীদের মন। সবসময় ইতিবাচক কথা বলা সব্যসাচী কেন এমন বলছেন! প্রার্থনা, উদ্বেগ, শুভকামনায় ভরে যায় ফেসবুক। কিন্তু অসুখের কাছে হার মানে সে সব।
গত বুধবার সকালে দ্বিতীয়বারের জন্য হার্ট অ্যাটাক হয় তাঁর। সিপিআর দেওয়া হয় অভিনেত্রীকে। শনিবার সন্ধেবেলা আবার হার্ট অ্যাটাক হয়। রাতে পরপর হার্ট অ্যাটাকের পরই ডাক্তাররা প্রমাদ গুনতে শুরু করেছিলেন। যদিও শেষ অবধি চেষ্টা জারি ছিল। কিন্তু রবিবার দুপুরে জানা গেল, আর প্রাণ নেই ঐন্দ্রিলার শরীরে। মারা গিয়েছেন তিনি।