Home সংবাদসিটি টকস ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে

ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে

২০ দিনের লড়াই শেষে হার মানলেন অভিনেত্রী Aindrila Sharma। দু বার ক্যানসারকে হারিয়ে বিজয়ীর মতো ফিরেছিলেন তিনি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ২০ দিনের লড়াই শেষে হার মানলেন অভিনেত্রী Aindrila Sharma। দু বার ক্যানসারকে হারিয়ে বিজয়ীর মতো ফিরেছিলেন তিনি। সকলেই আশা করেছিলেন লড়াকু মেয়েটা এবারেও ফিরবেন হাসি মুখে। কিন্তু ব্রেন স্ট্রোকের কাছে হার স্বীকার করতে হল ঐন্দ্রিলাকে।

ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। শোক প্রকাশের ভাষা হারিয়েছেন সাধারণ নেটিজেন থেকে অন্যান্য তারকারা। মন ভারাক্রান্ত সকলের। মন ভালো নেই টলিউডের অন্যতম বড় তারকা Prosenjit Chatterjee। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মনের ভাষা প্রকাশ করলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মাত্র দুটো লাইন লিখেছেন। আর তাতেই বোঝা যাচ্ছে তাঁর মন কতটা খারাপ। তিনি লিখেছেন, ‘ভালো থেকো ঐন্দ্রিলা। তোমার ইচ্ছেশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক।’

অভিনেত্রী তৃণা সাহা লিখলেন, ‘ইসস যদি তোমার সঙ্গে আরেকটু বেশি সময় কাটাতে পারতাম। অন্য দুনিয়ায় তোমার সঙ্গে দেখা হবে বন্ধু। আমার অনুপ্রেণা।’ লেখার সঙ্গে দুটো লাভ ইমোজিও শেয়ার করেছেন ছোট পরদার গুনগুন।

অভিনেতা জিৎ লিখলেন, ‘অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার আত্মার শান্তি কামনা করি। আমার গভীর সমবেদনা পরিবার ও ভক্তদের জন্য। সব্যসাচী চৌধুরী কোনও কথাই তোমার মনের ব্যথা কমাতে পারবে না।’

অভিনেতা গৌরব রায় চৌধুরী কবিতা লিখলেন ঐন্দ্রিলার জন্য। অপর একটি পোস্টে লিখেছেন, ‘আজকের দিনটা কালো দিন হয়ে রয়ে যাবে মনে। এতটা নিষ্ঠুর উপরওয়ালা। ঐন্দ্রিলার পরিবার, তাঁর মা-বাবাস সব্যসাচী তো আছেই… তাঁদের কী হবে। কী নিষ্ঠুরভাবে একটা কলম দিয়ে দাড়ি টানলে তুমি। কল্পনাই করতে পারছি না। এই সেদিন কথা হল। অত্যন্ত হতাশ। আর আশা করাটাই বোধহয় উচিত না উপরওয়ালার কাছে। ঐন্দ্রিলা ভালো থেকো তুমি।’

সৈরিতি বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘আমি তোমায় মিস করব বন্ধু। তোমার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, তুমি সত্যিই অনুপ্রেরণা। আত্মার শান্তি কামনা করি।’

শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখলেন, ‘ইন্সপিরেশন’। আত্মার শান্তি কমানা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইমন লিখেছেন ‘এবার শান্তিতে থাক’।

অভিনেত্রীর খুব কাছের বন্ধু ছিলেন অলিভিয়াও। তাই হয়তো কিছুই লেখার মতো মনের জোর নেই। দিনকয়েক আগে লিখেছিলেন, ‘তোকে এইভাবে দেখতে চাই। ফিরে আয়। অনেক গল্প আছে। সবাই অপেক্ষা করছে। এরকম করিস না ভাই।’

রাজ চক্রবর্তী মেনেই নিতে পারছেন না এই খবর। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তি কামনা করেছেন ঐন্দ্রিলার আত্মার।

Related Articles

Leave a Comment