কলকাতা টুডে ব্যুরো: পুজোয় কেমন থাকতে চলেছে আবহাওয়া? পুজো প্রেমীদের কাছে এটিই এখন সবচেয়ে দামি প্রশ্ন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতা শহর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দুই, তিন, চার, পাচ দক্ষিণবঙ্গে সব জায়গাতেই বৃষ্টি হবে, দু তারিখ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। তিন তারিখ বৃষ্টি পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা। ৪ তারিখ দুই মেদিনীপুর ও ঝাড় গ্রামের দু এক জায়গায় ভারী বৃষ্টি। ৫ তারিখ পশ্চিমে জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতে দুই ও তিন তারিখ বৃষ্টির একটু বেশি হবে পুজোতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ৫ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। ৪ তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহারে, কালিংপং এর দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। ১ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে ঘূর্ণবাত্য তৈরি হবে পরবর্তীকালে এই ঘূর্ণবাত্য থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে ।যদি নিম্নচাপ তৈরি নাও হয় তাহলে ও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে এর জন্যই দুই থেকে পাঁচ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির পরিমাণ নির্ভর করবে ঘূর্ণবাত্য ঘূর্ণবাত্ত হিসেবে থাকে না নিম্নচাপে পরিণত হয়।