কলকাতা টুডে ব্যুরো:ঘূর্ণিঝড়ের অবস্থান পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে পূর্বাভাসের। আপাতত ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা না থাকলেও ওড়িশা ও বাংলার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন সকালে অতিপ্রবল ঘূর্ণিঝড় রূপে অশনির অবস্থান ছিল পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে। সেই সময় এর বেগ ছিল ঘন্টায় ২৫ কিমি করে। সেই সময় নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর থেকে এর অবস্থান ছিল ৯২০ কিমি উত্তর পশ্চিমে এবং আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে এর অবস্থান ছিল ৭৭০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে এর অবস্থান ছিল ৫০০ কিমি দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার পুরী থেকে ৬৫০ কিমি দক্ষিণে।
পূর্বাভাসে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ৯ থেকে ১৩ মের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। যেখানে এদিন সকালের পূর্বাভাসে বলা হয়েছিল ১০ থেকে ১২ মের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি বৃষ্টি হবে। এর মধ্যে বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে।