কলকাতা টুডে ব্যুরো:রবিবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর।
তারপর ২৪ ঘন্টায় এই নিম্নচাপটি শক্তি বাড়াবে। এর ফলে দক্ষিণবঙ্গে ৮ থেকে ১১ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮ তারিখ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় । ৯ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ,৯ তারিখে কলকাতা, হাওড়া ,উত্তর ২৪ পরগনা ,পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে।
১০ তারিখ ঝাড়গ্রাম, ২ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং হাওড়া ,হুগলি কলকাতায় ভারী বৃষ্টি। 11 তারিখ পশ্চিমের জেলা পশ্চিম, বর্ধমান ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টি হবে। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে প্রথম এইবার বর্ষায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিল। ৮ তারিখ উপকূলে জেলাতে ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে ।৯ এবং ১০ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে উপকূলের জেলায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর । যারা গভীর সমুদ্র আছে তাদের সাত তারিখের মধ্যে ফেরত আসবার নির্দেশ দেওয়া হচ্ছে এবং ৮ থেকে ১১ তারিখের মধ্যে মাছ ধরতে যেতে বারণ করা হচ্ছে।
Topics
Alipore Weather Office Rainfall Temperature Administration Kolkata