Home সংবাদ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে :আবহাওয়া দপ্তর

বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে :আবহাওয়া দপ্তর

গভীর নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গভীর নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এবং এর বর্তমান অবস্থান দীঘা থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বদিকে, সাগর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং ক্যানিং থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। আজ সন্ধ্যেবেলায় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল হয়ে সাগর এবং বালাসরের মধ্যে দিয়ে সুন্দরবনের উপর দিয়ে ক্রস করবে। এবং তারপর নর্থ উড়িষ্যা ঝারখান্ড পশ্চিমবঙ্গ হয়ে ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আজ ১৯ তারিখ দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।আজ দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরে ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাকি হাওড়া ,কলকাতা ও হুগলি তে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মাঝে মাঝে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় হাওয়ার গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার ও গাস্টিং ৭০ কিলোমিটার । আজ রাতের পরে ধীরে ধীরে হওয়ার গতি কমে ৪০ থেকে ৫০ কিলোমিটারে নাববে এবং গাষ্টিং ৬০ কিলোমিটার। কলকাতা হুগলি হাওড়া তে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। কুড়ি তারিখ পর্যন্ত মাছ ধরতে মানা মৎস্যজীবীদের।
এই বৃষ্টিতে ধান এবং পাট চাষে সাহায্য হবে। দক্ষিণবঙ্গে এখন বর্ষার ঘাটতি ৩৪ শতাংশ যদিও পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ও হুগলিতে ঘাটতি অনেকটাই কমেছে। কলকাতায় ৪৩ % বৃষ্টির ঘাটতি। হওয়ার গতি থাকবার জন্য দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীঘা মন্দারমনি শংকরপুর গঙ্গাসাগরে পর্যটকদের নামতে মানা করা হচ্ছে।

Topics

Alipore Weather Office Rainfall Temperature Administration Kolkata

Related Articles

Leave a Comment