কলকাতা টুডে ব্যুরো: ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মহালয়ার আগে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে। এর প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ।শুধুমাত্র ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে । এছাড়া আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। ১৮ তারিখ আবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগরে। এছাড়া ২০ তারিখ অপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এর ফলে আগামী ২১ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে বৃষ্টি চলবে।
মৎস্যজীবীদের আগামী ২১ তারিখ থেকে সমুদ্র যেতে মানা করা হয়েছে ।কলকাতাতে মেঘলা আকাশ এবং দু এক পশলা বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিন। তাপমাত্রা কলকাতার ২৮ থেকে ২৯ ডিগ্রি সর্বোচ্চ এবং ২৬ সর্বনিম্ন আশেপাশে থাকবে।
Topics
Alipore Weather Office Rainfall Temperature Administration Kolkata