কলকাতা টুডে ব্যুরো: বর্ষার বিদায়ের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। চার পাঁচ দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতের বেশকিছু অংশ থেকেও বিদায় নেবে বর্ষা। তবে রেহাই নেই কলকাতার। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে দু-তিন দিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, “বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে দুই থেকে তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন দিন তার সাথে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। উত্তরবঙ্গের এই বৃষ্টিতে চলছিল সেটা আস্তে আস্তে কমে যাবে আবহাওয়ার উন্নতি হবে আজ থেকে।”