Home সংবাদসিটি টকস দীপাবলীর আগেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

দীপাবলীর আগেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ খুব বেশি না হলেও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট পুজোর আনন্দে ব্যাঘাত ঘটিয়েছে। এবার কালীপুজোয় ফের বৃষ্টির আশঙ্কা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ খুব বেশি না হলেও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট পুজোর আনন্দে ব্যাঘাত ঘটিয়েছে। এবার কালীপুজোয় ফের বৃষ্টির আশঙ্কা। আর দিন সাতেক বাদেই কালীপুজো ও দীপাবলীর উত্‍সবে মাতবে বঙ্গবাসী। তার আগে আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হল। সোমবার সাংবাদিক বৈঠকে সেই তথ্য জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

হাওয়া অফিসের রিপোর্টে বলা হয়েছে, আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে যাবে বলে জানানো হয়েছে। আর সেই ঘূর্ণাবর্তের জেরেই আগামী বৃহস্পতিবার তৈরি হবে নিম্নচাপ। চলতি সপ্তাহের শেষে শনিবার দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে বলে জানা গিয়েছে। এরপর এই সিস্টেম বাঁক নিতে পারে। তার জেরে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে কোনওভাবেই সুপার সাইক্লোন হচ্ছে না। বাংলায় কোথায় কেমন বৃষ্টি হবে, তা দু একদিনের মধ্যেই জানিয়ে দেবে আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Comment