কলকাতা টুডে ব্যুরো: কলকাতা-সহ আশপাশের এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ। কোনও কোনো জায়গায় সকালে দু-এক পশলা বৃষ্টিও হয়। সঙ্গে অবশ্য অস্বস্তির আবহাওয়া রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বর্ষণের কোনও পূর্বাভাস না থাকলেও ২৩ অক্টোবর নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে বুধবার বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২১ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোনও রকমের বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস নেই। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ২০ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার হ্রাসের কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্মনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব এবং সন্নিগিত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। ২২ অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরে তা গভীর নিম্নচাপ তৈরি করবে। এরপর তা পরবর্তী ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।
আবহাওয়া দফতরের তরফে মত্স্যদীবীদের জন্য সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনায় ২৩ অক্টোবর থেকে মত্স্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই বার্তা বলবত থাকবে। তবে যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদেরকে ২২ অক্টোবর সন্ধের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।