কলকাতা টুডে ব্যুরো: নভেম্বরের শুরু থেকেই শীতের হালকা আমেজ কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে। গতকাল অনেকটাই কমল দিন ও রাতের তাপমাত্রা। ধীরে ধীরে আরও কমবে তাপমাত্রা, এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরই সঙ্গে মরশুমের প্রথম তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে সিকিমে। তবে আজ মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতায় রাতে এবং ভোরের দিকে মনোরম পরিবেশ। তবে বেলা বাড়লেই সেই পরিবেশ উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আগামী পাঁচ দিন শুষ্ক পরিস্কার ওয়েদার থাকবে . দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রার কোন পরিবর্তন থাকছে না আগামী পাঁচ দিন .কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রির কাছাকাছি. আগামী পাঁচ দিন উল্লেখযোগ্য কোনো চেঞ্জেস থাকবে না. তাপমাত্রা পশ্চিম এর জেলা তে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে ।. উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে শুধু পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিংপং ৭ – ৮ তারিখ নাগাদ দুই এক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা আছে।.